আমরা জাভা প্রোগ্রামিং এর বিষয় এ অনেক কিছু জেনেছি আর এটাও জেনেছি যে জাভা লিনাক্স উইন্ডোস এবং ম্যাক এ চলতে পারে কিন্তু কিভাবে আজকে আমরা এই বিষয় নিয়ে জানার চেষ্টা করবো সবার প্রথমে আসে jvm এর পুরো কথার অর্থ হলো java virtual machine এই জাভা ভার্চুয়াল মেশিন যখন আমরা jdk ইনস্টল করি তখন এই জাভা vitual machine amder operating system a intall হয় আর এই জাভা ভার্চুয়াল মেশিন আমাদের কম্পিউটার এর সঙ্গে একটি ট্রান্সলেটর হিসেবে কাজ করে আমরা ইংলিশ যে কোড গুলো লিখি সেগুলো জাভা
ভার্চুয়াল মেশিন মেশিন কোড ট্রান্সলেট করে এই
0 Comments